গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে আপনিও ফেঁসে যাচ্ছেন নাতো ?
গ্লোবালভিলেজ বা বিশ্বগ্রাম, তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক মাধ্যম যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বসবাস করছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই আপনার চিন্তা - ভাবনা , সংস্কৃতি ইত্যাদি একে অপরকে জানিয়ে দিতে পারছেন। গ্লোবালভিলেজ বা বিশ্বগ্রামে গোটা পৃথিবীটাকে একটি গ্রাম হিসেবে কল্পনা করতে পারেন। একটি গ্রামের সকল মানুষ যেমন খুব সহজেই তাদের বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে , তেমনি পৃথিবীর সকল মানুষ খুব সহজেই নানা ধরণের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে । এতো এতো সুবিধার মধ্যেও আপনি কিন্তু খুবই বাজে ভাবে ফেঁসে আছেন। বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন, তিনি আসলে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন । যেহেতু তিনি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন সেহেতু তাকে গ্লোবাল ভিলেজের জনক বলা হয়। এবার, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সুবিধা নিয়ে আলোচনা করা যাক । গ্লোবাল ভিল