গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে আপনিও ফেঁসে যাচ্ছেন নাতো ?

 


গ্লোবালভিলেজ বা বিশ্বগ্রাম, তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক মাধ্যম যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বসবাস করছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই আপনার চিন্তা-ভাবনা,সংস্কৃতি ইত্যাদি একে অপরকে জানিয়ে দিতে পারছেন।

গ্লোবালভিলেজ বা বিশ্বগ্রামে গোটা পৃথিবীটাকে একটি গ্রাম হিসেবে কল্পনা করতে পারেন। একটি গ্রামের সকল মানুষ যেমন খুব সহজেই তাদের বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, তেমনি পৃথিবীর সকল মানুষ খুব সহজেই নানা ধরণের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছে ।এতো এতো সুবিধার মধ্যেও আপনি কিন্তু খুবই বাজে ভাবে ফেঁসে আছেন।

বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন, তিনি আসলে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন । যেহেতু তিনি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন সেহেতু তাকে গ্লোবাল ভিলেজের জনক বলা হয়।

এবার, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সুবিধা নিয়ে আলোচনা করা যাক ।

গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সুবিধাঃ

১. স্বল্পসময়ের মধ্যে বিশ্বব্যাপী আপনি খুব দ্রুত যোগাযোগ করতে পারছেন ।

২. পৃথিবী ব্যাপী ব্যাপক তথ্যের উৎস সৃষ্টি হয়েছে, এতে আপনি খুব সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছেন ।

৩. ইলেকট্রনিক মিডিয়া বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একে অপরকে সেবা প্রদান করতে পারছেন ।

৪. সহজেই প্রযুক্তি গ্রহন করতে পারছেন এবং ব্যবহার করতে পারছেন, এতে আপনার সক্ষমতা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে ।

৫. বিশ্বব্যপী লেনদেন আপনি খুব সহজেই করতে পারছেন ।

৬. ঘরে বসেই শিক্ষা গ্রহণ,উন্নত স্বাস্থ্য চিকিৎসা সেবা পাচ্ছেন ।

৭. বিনোদনের জন্য বিভিন্ন অডিও ভিডিও হাতের কাছে পেয়ে যাচ্ছেন ।

এছাড়াও আরও অনেক সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটা আপনি একটু চিন্তা করলেই পেয়ে যাবেন ।

গ্লোবাল ভিলেজের সুবিধার পাশাপাশি অসুবিধাও কিন্তু অনেক রয়েছে। 

বিশ্বগ্রাম এর অসুবিধাঃ

গ্লোভাল ভিলেজের অসুবিধায় আপনি দারুন ভাবে ফেসে আছেন ।

১. ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে আপনার তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না, বা আপনার অজান্তেই আপনার তথ্য চুরি হয়ে যাচ্ছে ।

২. সত্য সংবাদের পাশাপাশি খুব সহজেই মিথ্যা এবং বানোয়াট সংবাদ ছড়িয়ে পড়ছে, এতে আপনি সঠিক সংবাদ খুজতে হিমসিম খাচ্ছেন । পাশিাপাশি সামাজিক বিশৃঙ্খলাতো সৃষ্টি হচ্ছেই ।

৩. প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে । এতে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে সাইবার আক্রমণ । যা দিন দিন বেড়ে চলেছে।

৪. প্রযুক্তি পরিবর্তনের কারনে অনেক ইলেকট্রনিক হার্ডওয়ার যুগের সাথে তাল মেলাতে না পেরে বর্জ্যে রুপান্তরিত হচ্ছে ।

এছাড়াও আরো অনেক সমস্যার সৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে । 

এতক্ষন ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোন ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ।

 

Comments

Popular posts from this blog

শীতকালে অ্যাকুরিয়ামে মাছের সঠিক যত্ন | মাছের সুস্থতার টিপস | Fish Care Tips in Winter