শীতকালে অ্যাকুরিয়ামে মাছের সঠিক যত্ন | মাছের সুস্থতার টিপস | Fish Care Tips in Winter

 


আসসালামু আলাইকুম, আজকের ব্লগটি শুধু তাদের জন্য, যারা শীতকালে অ্যাকুরিয়ামের মাছ নিয়ে খুব চিন্তিত থাকেন, কিংবা অ্যাকুরিয়ামের মাছ বাঁচে না

মাছ শীতল রক্ত বিশিষ্ট হওয়ায়, পরিবেশের তাপমাত্রা কমার সাথে সাথে এদের দেহের তাপমাত্রা কমে যায় । ফলাফল স্বরুপ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের সাথে সাথে দেহের অনেক কার্যকলাপের ব্যঘাত সৃষ্টি হয় । অ্যকুরিয়াম যেহেতু ছোট্ট জলাশয়, সেহেতু কিছু সতর্কতা অবলম্বনে আপনার শখের অ্যাকুরিয়ামটি শীতকালেও থাকবে প্রানবন্ত

শীতকালে অ্যাকুরিয়ামে মাছের সঠিক যত্ন নিতে ৫ টি বিষয় লক্ষ্য রাখতে হবে,

১. তাপমাত্রা নিয়ন্ত্রন

২. পরিমান মতো খাবার প্রদান

৩. অক্সিজেন লেভেল নিয়ন্ত্রন

৪. পরিষ্কার পরিচ্ছন্নতা

৫. মাছের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ

প্রথমত, শীতকালে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রন অসম্ভব, তাই আপনাকে অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা নিয়ন্ত্রনে আনতে হবে যদিও এটি চ্যলেঞ্জের বিষয়, কিন্তু, মোকাবেলা করতে আপনি অ্যাকুরিয়াম হিটার ব্যবহার করতে পারেন অবশ্যই সয়ংক্রিয় ডিজিটাল টুলসটি আপনাকে বেচে নিতে হবে ।পানির তাপমাত্রা মাছের প্রজাতিভেদে ২২- ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারলে, সবচেয়ে ভালো ফলাফল পাবেন খরচের কথা চিন্তা করলে কিছুটা বেশী হতে পারে, কিন্তু শখের কাছে এই খরচ বেশী কিছু নয় ।পানির তাপমাত্রা ঠিক থাকলে মাছের দেহের তাপমাত্রা ঠিক থাকবে, এতে মাছ ভালো খাবার খাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দেহের সকল কার্যক্রম সচল থাকবে, মাছ শীতকালেও দেখতে খুব সুন্দর দেখাবে

দ্বিতিয়ত, শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায়, মাছের বিপাক ক্রিয়া কমে যায় , এতে মাছ খাবার খাওয়া কমিয়ে দেয় । তাই মাছকে দিনে একবার প্রয়োজনীয় পরিমান খাবার দিন, অথবা মাছের গতিবিধি বুঝে পর্যাপ্ত খাবার দিন অবশ্যই খেয়াল রাখবেন, যে খাবারটি দিচ্ছেন তাতে যেন প্রেটিনের পরিমান কিছুটা কম থাকে এতে শীতকালে মাছের পেটের সমস্যা এড়ানো সম্ভব হয়

যে কোনো ঋতুতে, অ্যাকুরিয়ামে এক সাথে বেশী খাবার দেয়া উচিৎ নয় খাবার বেশী দিলে, উচ্চিষ্টাংশ পঁচে অ্যকুরিয়ামের পরিবেশ নষ্ট করে

তৃতীয়ত, শীতকালে অ্যাকুরিয়ামে অক্সিজেন লেভেলের তারতম্য ঘটতে পারে, তাই নিয়মিত বায়োবাবল সৃষ্টির মাধ্যমে অক্সিজেন ঠিক রাখতে হবে এতে পানির স্রোতে মাছের এক্টিভিটি যেমন বাড়বে , তেমনি অক্সিজেন গ্রহনের ক্ষমতাও বাড়বে

চতুর্থত, অ্যাকুরিয়ামের পানির পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, যাতে পানিতে অ্যামোনিয়া সহ ক্ষতিকারক পদার্থের সৃষ্টি না হয় পানি সপ্তাহে একবার কিংবা পনেরো দিনে একবার পরিবর্তন করলে ভালো হয় তবে পানি কত দিন অন্তর পরিবর্তন করলে ভালো হবে, তা নির্ভর করবে আপনি কিভাবে অ্যকুরিয়াম মেন্টেইন করছেন

সর্বশেষ, মাছের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, কারণ, শীতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মাছের শরীরের রঙ, পাখনা বা ত্বকে কোনো পরিবর্তন দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে

আশা করছি এই টিপসগুলো শীতকালে আপনার শখের অ্যাকুরিয়ামের মাছগুলোর স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে।


Comments

Popular posts from this blog

গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে আপনিও ফেঁসে যাচ্ছেন নাতো ?