Posts

Showing posts from November, 2024

শীতকালে অ্যাকুরিয়ামে মাছের সঠিক যত্ন | মাছের সুস্থতার টিপস | Fish Care Tips in Winter

Image
  আসসালামু আলাইকুম , আজকের ব্লগটি শুধু তাদের জন্য , যারা শীতকালে অ্যাকুরিয়ামের মাছ নিয়ে খুব চিন্তিত থাকেন , কিংবা অ্যাকুরিয়ামের মাছ বাঁচে না । মাছ শীতল রক্ত বিশিষ্ট হওয়ায় , পরিবেশের তাপমাত্রা কমার সাথে সাথে এদের দেহের তাপমাত্রা কমে যায় । ফলাফল স্বরুপ , রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের সাথে সাথে দেহের অনেক কার্যকলাপের ব্যঘাত সৃষ্টি হয় । অ্যকুরিয়াম যেহেতু ছোট্ট জলাশয় , সেহেতু কিছু সতর্কতা অবলম্বনে আপনার শখের অ্যাকুরিয়ামটি শীতকালেও থাকবে প্রানবন্ত । শীতকালে অ্যাকুরিয়ামে মাছের সঠিক যত্ন নিতে ৫ টি বিষয় লক্ষ্য রাখতে হবে, ১. তাপমাত্রা নিয়ন্ত্রন ২. পরিমান মতো খাবার প্রদান ৩. অক্সিজেন লেভেল নিয়ন্ত্রন ৪. পরিষ্কার পরিচ্ছন্নতা ৫. মাছের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ প্রথমত , শীতকালে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রন অসম্ভব , তাই আপনাকে অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা নিয়ন্ত্রনে আনতে হবে । যদিও এটি চ্যলেঞ্জের বিষয় , কিন্তু , মোকাবেলা করতে আপনি অ্যাকুরিয়াম হিটার ব্যবহার করতে পারেন । অবশ্যই সয়ংক্রিয় ডিজিটাল টুলসটি আপন